Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ভাওয়াল ইউনিয়ন

এক নজরে

পরিচিতি: ‘‘ভাওয়াল ইউনিয়ন ’’ একটি গৌরবময় ইতিহাস সমৃদ্ধ এক ঐতিহ্যবাহী ইউনিয়ন। যার উত্তরে আছে কুমার নদী বেষ্টিত উপজেলার সর্ববৃহৎ সবুজ শ্যামলীময় ঘেরা গ্রাম ‘ভাওয়াল’। পশ্চিমে সবুজ মাঠ ও পাখিদের কলকালিতে মুখোরিত গ্রাম ‘দরজা পুরুরা’ এবং বর্তমান উপজেলা সালথা'র হাট। দক্ষিনে বর্ষার অথৈ জলে ভেসে থাকে, লাখো লাখো পাঁপড়ি মেলে, ‘জাতীয় ফুল শাপলা’ বেষ্টিত সগ্রাম ‘বারখাদিয়া’। পূর্বে ঐতিহ্যবাহী  গ্রাম -‘তুগোলদিয়া'।

   ইউনিয়নের নাম: ভাওয়াল ইউনিয়ন

   উপজেলা: সালথা

   জেলা: ফরিদপুর

   স্থাপন কাল: ১৯৭৩ খ্রী:

   চেয়ারম্যানের নাম: মোঃ ফারুকউজ্জামান

   ইউপি সচিব : মোহাম্মাদ আবদুল্লাহ আল মামুন

   উপজেলা হইতে দূরত্ব : ৩ (তিন) কি:মি: (প্রায়)

   আয়তন:- ১৮.৮৬ বর্গ কিলোমিটার

   সীমানা: উত্তরে- গট্টি ইউনিয়ন, দক্ষিণে- সোনাপুর ইউনিয়ন,পশ্চিমে- রামকান্তপুর  ও পূর্বে- লস্করদিয়া ইউনিয়ন।

   মোট জনসংখ্যা:- ২০৩৫৬ জন। (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী) (পুরষ- ৯৯৬৮ জন, মহিলা- ১০৩৮৮ জন)।

   মোট ভোটার সংখ্যা: ১৫৪৫০

   মোট জমির পরিমাণ: ৪৬৫৮একর

   প্রাথমিক বিদ্যালয় সংখ্যা: ৭ টি

   উচ্চ বিদ্যালয়ঃ ২ টি

   মাদ্রাসা সংখ্যা: আলিয়া- ০১টি, কাওমী- ০৯ টি।

   ধর্মীয় প্রতিষ্ঠান: মসজিদ- ৬৫ টি, মন্দির- ১৬ টি

    শিক্ষার হার: ৪২.০২ %

    হাট-বাজারের সংখ্যা: ৪ টি , সালথা, তুগোলদিয়া, কদমতলা, ইউসুফদিয়া বাজার।

    সাইক্লোন সেন্টার: ০১ টি

    মৌজার সংখ্যা ও নাম:  মৌজা মোট- ১০ টি।

      (ক) ভাওয়াল,

      (খ) দরজাপুরুরা

      (গ) নারানদিয়া

     (ঘ) বড়কামদিয়া,

     (ঙ) তুগোলদিয়া

     (চ) শিহিপুর

     (ছ) মিরাকান্দা

     (জ) চিলারকামদিয়া,

    (ঝ) ইউসুফদিয়া

     (ঞ) বারখাদিয়া

    গ্রামের সংখ্যা ও নাম: মোট গ্রাম- ২৩ টি।

     (ক) ভাওয়াল

     (খ) দরজাপুরুরা

     (গ) নারানদিয়া

     (ঘ) বড়কামদিয়া

     (ঙ) তুগোলদিয়া

     (চ) শিহিপুর

     (ছ) মিরাকান্দা

     (জ) পুরুরা মৃধাপাড়া

   (ঝ) চিলারকামদিয়া

   (ঞ) ইউসুফদিয়া

    (ট) বারখাদিয়া

    (ঠ) আপ্তপুরা 

    (ড) কামদিয়া

   (ঢ) ডাঙ্গাকামদিয়া

   (ণ) ইউসুফদিয়া নাওড়াপাড়া

   (ত) ইউসুফদিয়া উত্তরপাড়া

   (থ) ইউসুফদিয়া ইজারাপাড়া

   (দ) ইউসূফদিয়া ভদ্রপাড়া

   (ধ) পুরুরা মৃধাপাড়া

   (ন) পুরুরা সাধুরপাড়া

   (প) পুরুরা নম:পাড়া

   (ফ) পুরুরা ভদ্রপাড়া

   (ব) পুরুরা গলিয়াপড়া